মধু খাচ্ছেন? উপকার পাওয়ার আশায় নিজের ক্ষতি করছেন?
মধু খাচ্ছেন? উপকার পাওয়ার আশায় নিজের ক্ষতি করছেন না তো?
মধু শরীরের জন্য অত্যন্ত উপকারী জিনিস, কিন্তু আপনি কি জানেন এই মধু শরিরের জন্য কত ক্ষতি?
মধু শরিরের জন্য উপকারী তবে মধু টি হতে হবে ১০০% খাটি।
আমরা বাজার থেকে বা ফেইসবুক পেজ বুস্ট বিজ্ঞাপন তুলনা মূলক কম টাকায় মধু কিনে খাচ্ছি,আর মনে মনে খুশি হয়ে বলতেছি আমি অন্যদের থেকে কম টাকায় মধু কিনে খাচ্ছি,
মধু বিশেষজ্ঞরা বলেন,
মধু খাচ্ছেন? উপকার পাওয়ার আশায় নিজের ক্ষতি করছেন না তো?
আপনি মধু খাচ্ছেন না বিষ খাচ্ছেন, কেননা ভেজাল মধু বিষের সমান,তপাত হচ্ছে বিষ সাথে সাথে কাজ করে,আর ভেজাল মধু তিলে তিলে শেষ করে।
আরেটু যদি বিস্তারিত বলি,
চাষের মধু, চাষ করা মধু ৫-৭ দিন পর পর মধু বক্স থেকে মধু সংগ্রহ করে, এই ৫-৭ দিনে কি মধু পরিপক্ক হয়? যেকোনো জিনিসের তো একটা বয়স কাল থাকে।
প্রাকৃতিক চাকের মধু, ফেইসবুকে বুস্ট করে প্রাকৃতিক মধু বিক্রি করার মতো এতো মধু কই পায় উনারা?
একটি চাক কাটার মিনিমাম দুই থেকে আড়াই মাস পরে আবার সেই চাকে মধু হয়,তাহলে উনার কই পাই এতো মধু?
পরিশেষে বলবো, ২০-৫০ টাকা বাচাতে গিয়ে ভেজাল মধু খেয়ে আপনার ও আপনার পরিবারের মানুষের স্বাস্থ্য খারাপ করবেন না।
যারা কাঠে থেকে অল্প মধু সংগ্রহ করে এমন বিশ্বাস যোগ্য লোকের থেকে মধু নিয়ে খান,
ইনশাআল্লাহ শতভাগ খাটি মধু পাবেন।
লেখা: মোহাম্মদ ইয়াছিন
মধু ওয়ালা (প্রাকৃতিক মধু বিক্রেতা)
হোয়াটসঅ্যাপ 01736-902489